বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই জেলায় বজ্রপাতে নিহত ৩

  •    
  • ২ মে, ২০২১ ২২:২৮

ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় রোববার দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

ধান কাটার সময় বজ্রপাতে দেশের দুই জেলায় দুইজন কৃষক ও একজন ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় রোববার এই ঘটনা ঘটে।

দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বজ্রপাতে ধান কাটার শ্রমিক নজরুল হক মারা যান। উপজেলার শালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে গফরগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক বলেন, অন্যের জমিতে ধান কাটার কাজ করতেন নজরুল। দুপুরে ওই গ্রামের এলাকায় ধান কাটার সময় ঝড়-বৃষ্টি শুরু হয। এ সময় বজ্রপাতে তার পুরো শরীর ঝলসে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, জেলার ফুলবাড়িয়ায় মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে চান মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বিকেলে উপজেলার বালিয়ান ইউনিয়নে সারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। চান মিয়ার বাড়ি উপজেলার বালিয়ান ইউনিয়নে সারুটিয়া গ্রামের পাগলাবাড়ি এলাকায়।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, চাঁন মিয়া তার বাড়ির পাশে মাঠে একাই ক্ষেতে ধান কাটছিলেন। হঠাৎ বজ্রপাতে তিনি আহত হন। এ সময় পাশের জমির অন্য কৃষকরা টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

প্রাকৃতিক দুর্যোগের কারণে তার মৃত্যু হওয়ায় পরিবার কোনো অভিযোগ করেনি। পরে ময়নাতদন্ত না করার আবেদনে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে নেত্রকোণা সদর উপজেলায় বজ্রপাতে আব্দুল হাসেম নামে এক কৃষক নিহত হয়েছেন।

আব্দুল হাসেমের বাড়ি সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাবনীকোণা গ্রামে।

বিকেল সোয়া ৫টার দিকে এই ঘটনা ঘটে।

চল্লিশা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার ফকির জানান, বিকেলে গ্রামের হাওরের জমিতে বোরো ধান কাটছিলেন আবুল হাসেম। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরো খবর